সারা দেশে আরও বাড়তে পারে বৃষ্টি

ছবি: ফিরোজ আহমেদ

আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় তৈরি হওয়া লঘুচাপ এবং দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকাল থেকেই ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হেরফের হতে পারে, তবে সার্বিকভাবে তা প্রায় অপরিবর্তিত থাকবে। এই পাঁচ দিনের পরেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বুলেটিনে বলা হয়, বৃষ্টির তীব্রতা বাড়ায় নগর এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য নিচু ও বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago