২৪ ঘণ্টায় শনাক্ত ১.৫২ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ১.৬৬ শতাংশ এবং মঙ্গলবার শনাক্তের হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৭ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৯ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগেরও ৪ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ১২৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ২৫৮ জন।

Comments

The Daily Star  | English

Beware of infiltrators, interim govt tells political parties

Draft ordinance discussed to ensure protection of July Uprising leaders

35m ago