উচ্ছ্বাসের অপেক্ষার করুণ অবসান!

ডেঙ্গু আক্রান্ত মায়ের মৃত্যু
একইসঙ্গে মা এবং পৃথিবীর আলো দেখতে না পারা অনাগত ভাই কিংবা বোনের এমন বিদায় মানতে পারছিল না শিশু সায়মা। ছবি: আনিসুর রহমান/স্টার

আর মাত্র কিছুদিন; তারপরই নতুন ভাই কিংবা বোন আসছে। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিল ১১ বছরের সায়মা। কিন্তু তার সেই উচ্ছ্বাস, সেই অপেক্ষা পরিণত হয়েছে করুণ বিষাদে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন সায়মার মা—৮ মাসের সন্তানসম্ভবা ফারজানা।

একইসঙ্গে মা এবং পৃথিবীর আলো দেখতে না পারা অনাগত ভাই কিংবা বোনের এমন বিদায় মানতে পারছিল না শিশু সায়মা। তাদের মৃত্যুর সংবাদে এক স্বজনকে জড়িয়ে ধরে ক্রমাগত কেঁদে চলছিল সে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্মস্পর্শী ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।

ডেঙ্গুর প্রকোপের মধ্যে গত কিছুদিন ধরেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হাহাকারের দৃশ্য পরিচিত হয়ে উঠেছে হাসপাতালগুলোতে। সর্বশেষ তথ্য অনুসারে চলতি বছর মশাবাহিত এই রোগে অন্তত ৩৪০ জন মারা গেছেন, যা একটি রেকর্ড।  

গতকাল মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মর্মস্পর্শী ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।

Comments

The Daily Star  | English

Japan to recruit 1 lakh workers over 5 years

The chief adviser witnessed the signing of two key MoUs

52m ago