এমপক্স সতর্কতায় স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন

ছবি: রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী এমপক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করায় সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে হটলাইন চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

কারও শরীরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে লক্ষণ দেখা দিলে ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হটলাইন চালুর তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপক্স (মাঙ্কিপক্স) একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি দেখা দিতে পারে, লিমফ নোড ফুলে যেতে পারে এবং জ্বর আসতে পারে।

মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে।

গতকাল পাকিস্তানে এই রোগে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।

গত ১৪ আগস্ট আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্সের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, 'প্রয়োজনে উপসর্গযুক্ত যাত্রীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

4h ago