ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন পুরুষ, দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪১৫ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩৫ জন, যাদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৬২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪১১ জন, যার মধ্যে ২০ হাজার ৫৯২ জন পুরুষ ও ১৩ হাজার ৮১৯ জন নারী।
Comments