চিনির দাম বাড়ল কেজিতে ৬ টাকা, পাম তেল লিটারে ৮ টাকা কমলো

ছবি: সংগৃহীত

চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়িয়েছে সরকার। এছাড়া পাম তেলের (সুপার) দাম লিটারে ৮ টাকা কমানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার ভোজ্যতেল আমদানিকারক ও শোধনকারীদের সঙ্গে বৈঠকের পর জ্যেষ্ঠ বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান।

শিগগিরই এ নতুন মূল্য কার্যকর হবে বলে জানান তিনি। 

তিনি আরও জানান, আগামীকাল থেকে শোধনকারীরা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 

এ সিদ্ধান্ত অনুযায়ী খোলা চিনির দাম প্রতি কেজি ৮৪ টাকা থেকে ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং প্যাকেটজাত চিনির দাম ৮৯ টাকা থেকে ৯৫ টাকা কেজিতে খুচরা বিক্রি করা হবে।

এছাড়া নতুন দাম অনুযায়ী এক লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা থেকে এখন ১২৫ টাকা হবে।

Comments

The Daily Star  | English

Shibir-backed panel sweeps Rucsu polls, wins 20 of 23 posts

Salahuddin Ammar of Adhipottobirodhi Oikya wins general secretary post

1h ago