ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে প্রয়োজনে আমদানি: বাণিজ্যমন্ত্রী

ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে প্রয়োজনে আমদানি: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ডিমের দামে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানালে প্রয়োজনে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজারে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, 'আমরা বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি। কিন্তু কী কস্ট হওয়া উচিত, সেটা তো প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানাবে! আমরা যদি বলি, কালকে থেকে ডিম আমদানি করব; প্রাণিসম্পদ মন্ত্রণালয় গ্রিন সিগনাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে।'

'তারা যদি বলে, এই দাম হওয়া উচিত আমরা বাজার-ভোক্তা অধিকার দিয়ে সেই দাম কন্ট্রোল করার চেষ্টা করব। আর যদি না পারে তাহলে আমরা ইমপোর্ট করব,' বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, 'সে ক্ষেত্রেও তাদের সমর্থন লাগবে। এ ব্যাপারে তাদের সহযোগিতা দরকার।'

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

3h ago