‘দেশে খাদ্য ঘাটতি নেই এবং আশঙ্কাও নেই’

সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জাতীয় সংসদে বলেছেন, দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই এবং চলতি অর্থবছরেও দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই।

আজ বুধবার সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'গত অর্থবছরে ৩৮০ দশমিক ৪৮ লাখ মেট্রিক টন চাল ও ১০ দশমিক ৮২ লাখ মেট্রিক টন গমসহ ৩৯১ দশমিক ৩০ লাখ খাদ্যশস্য উৎপাদিত হয়েছে।'

সরকারি দলের এম আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে বাংলাদেশের ১৮৩টি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে সবুজ কারাখানার স্বীকৃতি পেয়েছে।'

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

2h ago