পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

বহু কাঙ্ক্ষিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার হিমায়েতপুরস্থ পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি বলেন, 'একটা মেডিকেল কলেজের ভিত্তিই হলো হাসপাতাল। শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হতে হলে একটি আধুনিক হাসপাতাল জরুরি।'

২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর বিভিন্ন কারণে সেখানে কোনো হাসপাতাল হয়নি। তবে জনপ্রতিনিধিদের অবহেলাই এর পেছনে বড় কারণ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করে পাবনা মেডিকেল কলেজে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

আজ বিকেল ৩টায় সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

9h ago