বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসক নিয়োগে তদন্ত শুরু

শিশু হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। স্টার ফাইল ফটো

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ৬৫ জন চিকিৎসক নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, 'আপনাদের মতো আমরাও বিষয়টি জানতে পেরেছি এবং ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। তারা ব্যাখ্যা দিয়েছে। এখন আমরা বিষয়টি তদন্ত করছি।'

তিনি বলেন, 'তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না।'

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করেই ছয় মাসের জন্য ৬৫ জন চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়েছে। নিয়োগের আগে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষাও নেওয়া হয়নি।

Comments

The Daily Star  | English

Airport fire exposes costly state negligence

The blaze that gutted the uninsured cargo complex of Dhaka airport on Saturday has laid bare a deep and dangerous negligence in risk management across government installations.

10h ago