অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গাজীপুরে স্বাস্থ্য সহকারীরা

ছবি: সংগৃহীত

নিয়োগবিধি সংশোধন, কর্মকালীন প্রশিক্ষণ ও বেতন কাঠামো ১৪তম গ্রেডে উন্নীত করাসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন গাজীপুরের স্বাস্থ্য সহকারীরা।

আজ শনিবার সকাল থেকে গাজীপুর সদর উপজেলা, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় তারা একযোগে কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন গাজীপুর জেলার সভাপতি আরিফ হোসেন সিকদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

এ সময় উপজেলা পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) সব ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে।

এদিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কাপাসিয়া শাখার সদস্যরা।

সংগঠনটির কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দীর্ঘ দিনের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে।

এ সময় তারা নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইপিআই ও টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

স্বাস্থ্য সহকারী বেলায়েত হোসেন বলেন, 'আমাদের ন্যায্য দাবি বহুদিন ধরে উপেক্ষিত হয়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।'

আজমল হুদা মিঠু বলেন, 'আমাদের কাজ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা বঞ্চিত। বারবার দাবি জানানো সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। ফলে আমরা সরকারি অন্যান্য কর্মচারীর তুলনায় চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি।'

'আমরা আর আশার বাণী শুনতে চাই না। বাস্তবায়ন চাই। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো স্বাস্থ্য সহকারীরা কর্মস্থলে ফিরবেন না,' তানিয়া আক্তার।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবীবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, কর্মবিরতির কারণে উপজেলা পর্যায়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Comments

The Daily Star  | English
Bangladesh airport cargo fire losses

Airport fire may delay RMG, pharma production by at least two months

Local manufacturers are scrambling for raw materials after a massive fire destroyed imported production inputs at the cargo complex of Dhaka airport on Saturday.

10h ago