‘ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা, বন্ধের সিদ্ধান্ত আলোচনা করে নেয়নি’

স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি। এই নির্দেশনা দেওয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।'

তিনি আরও বলেন, 'সিটি করপোরেশন যদি এটা বলে থাকে, তাহলে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।'

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে হাসপাতাল বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে গত ২২ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষণা দেয়, ডিএসসিসির এখতিয়ারধীন এলাকায় ১ সেপ্টেম্বর সকাল থেকে সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।

বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে।'

'শিক্ষকের হার অনেক কম। অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে', যোগ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।'

তিনি আরও বলেন, 'গবেষণায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

47m ago