সেন্ট্রাল হাসপাতাল

সন্তানের পর মারা গেলেন মা আঁখি

সন্তানের পর মারা গেলেন মা আঁখি
সেন্ট্রাল হাসপাতাল। ছবি: সংগৃহীত

সন্তানের মৃত্যুর পর এবার মারা গেলেন ঢাকার সেন্ট্রাল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে করা ওই শিশুর মা মাহবুবা রহমান আঁখি।

আজ রোববার তিনি মারা গেছেন।

১১ জুন তার সিজারিয়ান অপারেশনের পর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন দ্য ডেইলি স্টারকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এখনো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে তার নবজাতক শিশুটি সি-সেকশনের পর মারা যায়। 

গত ৯ জুন সেন্ট্রাল হাসপাতালে সি-সেকশন সার্জারির সময় এক নবজাতকের মৃত্যু হয় এবং মায়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। এরপর মাহবুবা রহমান আঁখিকে অপর একটি হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।

আঁখির স্বামী ইয়াকুব আলী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও মিথ্যাচারের অভিযোগ এনে গত বুধবার ধানমন্ডি থানায় মামলা করেন।

অভিযোগে বলা হয়, রোগী ও তার পরিবারকে সার্জারির আগে বলা হয়েছিল যে সংযুক্তা সাহা আঁখির অপারেশন করবেন।

তবে হাসপাতালে তাকে ওই চিকিৎসকের অধীনে ভর্তি করা হলেও ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না। অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে তখন অস্ত্রোপচর করে বাচ্চা বের করা হয়। পরদিন মারা যায় শিশুটি।

এ ঘটনায় ঢাকার একটি আদালত হাসপাতালটির ২ চিকিৎসককে কারাগারে পাঠিয়েছে।

এ বিষয়ে গত শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের লিখিতে আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. সংযুক্তাকে হাসপাতালে সেবা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া অন্যান্য নির্দেশের মধ্যে আছে- ভুক্তভোগীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করা, আইন অনুযায়ী রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাছে পাঠানো।

 

Comments

The Daily Star  | English
Bangladeshi universities ranking 2025

Bangladeshi universities in decline: Why teacher recruitment must change now

Despite the rapid expansion of universities, recruitment policies remain frozen in outdated in Bangladesh

14h ago