পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় আইএইএ–এর তদন্ত চায় ইরান

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্ত করতে বলেছে ইরান। দেশটির এসএনএন নিউজ নেটওয়ার্কের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। চিঠিতে তিনি গতকাল শনিবার রাতে মার্কিন হামলার তদন্তের দাবি জানিয়েছেন।

মোহাম্মদ এসলামি মার্কিন পদক্ষেপের নিন্দা জানাতে এবং কার্যকর ব্যবস্থা নিতে আইএইএর প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাফায়েল গ্রোসির 'নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তার' জন্য সমালোচনা করেন। বলেন, ইরানের পক্ষ থেকে 'যথাযথ আইনি ব্যবস্থা' নেওয়া হবে।

চিঠিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আইন ও বিধিমালা, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) চরম লঙ্ঘনের প্রতিবাদ জানাচ্ছে এই চিঠি।'

এর আগে মার্কিন বিমান হামলার জেরে আইএইএর ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডাকার কথা জানিয়েছিলেন গ্রোসি।

এদিকে মার্কিন হামার ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা 'ক্ষমা অযোগ্য, এই মুহূর্তে কূটনীতির কোনো সুযোগ নেই।

মার্কিন হামলার পর কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাগচি সরাসরি 'এই মুহূর্তে কূটনীতি নয়' বলে জানিয়ে দেন।

তিনি বলেন, 'কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এই মুহূর্তে তা নয়।' আরাগচি আরও বলেন, 'আমার দেশ হামলার শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আমাদের এর জবাব দিতে হবে।'

তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা 'আন্তর্জাতিক আইনের অমার্জনীয় লঙ্ঘন।'

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

7h ago