ভূমিকম্প

তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ১১ হাজার ২০০

গতকাল মঙ্গলবার তুরস্কের মালাটিয়াতে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে মরদেহ ও জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল। ছবি: এএফপি

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ২০০ ছাড়িয়েছে। 

আনুষ্ঠানিক সূত্রের বরাতে আজ বুধবার বিকেলে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে।

এএফপি জানিয়েছে, তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৩৬ জন।

ভূমিকম্প এলাকা পরিদর্শন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানান, শুধু তুরস্কে মৃতের সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি।

অন্যদিকে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ২ হাজার ৫৪ জন।

স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট জানায়, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমে কমপক্ষে ১ হাজার ২৮০ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ হাজার ৬০০ জনেরও বেশি।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক এই ভূমিকম্পে ভেঙে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া ব্যক্তিদের আত্মীয়রা ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। তাদের আশা, স্বজনদের হয়তো জীবিত খুঁজে পাওয়া যাবে। কিন্তু, তীব্র শীতের কারণে উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে উঠেছে। গৃহহীনদের দুর্দশা বেড়েছে। এছাড়া, কিছু এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি নেই। ফলে, উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন।

এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার ৮০০ জন নিহত হয়েছিল।

Comments

The Daily Star  | English

'Some of your men are working in favour of a particular party'

Jamaat tells chief adviser; presses for constitutional recognition of July Charter

1h ago