মিসিসিপিতে সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা

মিসিসিপিতে গুলি
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুটলা শহরে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের আরকাবুটলা শহরে এক বন্দুকধারী তার সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছেন।

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মরদেহগুলো ২টি বাড়ির ভেতর ও একটি দোকানের বাইরে থেকে উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় কাউন্টি শেরিফের কার্যালয় গণমাধ্যমকে জানায়, ৫২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।

শেরিফ ব্র্যাড ল্যান্স বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকালে ১১টায় অস্ত্রধারী এক ব্যক্তি দোকানে ঢুকে একজনকে গুলি করেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এরপর সেই বন্দুকধারী পাশের বাড়িতে গিয়ে তার সাবেক স্ত্রীকে গুলি করেন।

তদন্তকারীদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এরপর সেই বন্দুকধারী তার বাড়ির পাশের বাড়িতে গিয়ে ২ জনকে গুলি করেন।

শেরিফ ব্র্যাড ল্যান্স জানান, সন্দেহভাজন এই হামলাকারী গাড়ির ভেতরে একজন ও তার বাড়ির কাছে রাস্তায় একজনকে গুলি করেন।

তিনি বলেন, 'আমাদের এলাকায় সহিংস ঘটনা খুব একটা ঘটে না। এমন দুঃখজনক ঘটনা ঘটেছে তা ভাবতেও পারছি না।'

তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে একটি শটগান ও ২টি হ্যান্ডগান ছিল।

মিসিসিপির গভর্নর ট্যাটি রিভিস গণমাধ্যমকে বলেছেন, ধারণা করা হচ্ছে সন্দেহভাজন হামলাকারী একাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

14h ago