সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সুদান থেকে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সুদানের উত্তর খার্তুমে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের সময় ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। ছবিটি গতকাল শনিবার তোলা হয়েছে। ছবি: রয়টার্স

আমেরিকান কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সুদানের রাজধানী খার্তুম থেকে সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, 'আজ আমার নির্দেশে খার্তুম থেকে মার্কিন সরকারের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য একটি অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।'

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন দূতাবাসের কাছ থেকে ৩টি হেলিকপ্টারে করে রোববার ভোরে ১০০ জনের মতো লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

গত সপ্তাহে খার্তুমে সেনাবাহিনীর ২ পক্ষের মধ্যে ভয়াবহ সহিংসতা শুরু হয়। সুদানের নিয়মিত সেনাবাহিনী ও র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামক একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ের জন্য এই সহিংসতা শুরু হয়েছে। দেশটির রাজধানীতে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। এতে শতাধিক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

মিশনের পর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের বলেন, নেভি সিল ও আর্মি স্পেশাল ফোর্সের শতাধিক মার্কিন সৈন্য জিবুতি থেকে ইথিওপিয়া এবং তারপরে সুদানে যান। তারা সেখানে এক ঘণ্টারও কম সময় ছিলেন।

তিনি এটিকে 'দ্রুত ও পরিষ্কার' অপারেশন বলে বর্ণনা করেছেন।

খার্তুমে মার্কিন দূতাবাস এখন বন্ধ আছে।

গত সপ্তাহে সুদানের রাজধানীতে সহিংসতা শুরু হওয়ার পর দ্বিতীয়বারের মতো বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়া হলো।

শনিবার ১৫০ জনেরও বেশি নাগরিক, কূটনীতিক এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের সমুদ্রপথে সৌদি আরবের জেদ্দা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। তারা বেশিরভাগ উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি মিশর, পাকিস্তান ও কানাডার নাগরিক।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago