ভারত চলতি সপ্তাহে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে: জাতিসংঘ

ভারতের জনসংখ্যা
ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে যাচ্ছে। ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারত চলতি সপ্তাহে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে দক্ষিণ এশিয়ার দেশটি প্রতিবেশী চীনকে ছাড়িয়ে যাবে।

আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি এপ্রিল শেষ হওয়ার আগেই ভারতের জনসংখ্যা হবে ১৪২ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৮৫০ জন।

এর আগে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ডিইএসএ) জানিয়েছিল, চলতি বছরের মাঝামাঝি ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যেতে পারে।

১৯৬১ সালের পর গত বছরই প্রথম চীনের জনসংখ্যার হার কমতে দেখা গেছে। ডিইএসএর প্রতিবেদন অনুসারে, '২০২২ সালে চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৬০ লাখে পৌঁছে। এরপর থেকে তা কমতে শুরু করেছে। চলতি শতাব্দীতে দেশটির জনসংখ্যা ১০০ কোটির কম হবে।'

এতে আরও বলা হয়, 'অন্যদিকে, ভারতের জনসংখ্যা আগামী কয়েক দশক বাড়তে থাকবে।'

সংবাদ প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতে গড়ে একজন নারীর সন্তান জন্মদানের হার ২ দশমিক ২ শতাংশ, যা ১৯৫০ এর দশকে ছিল ৫ দশমিক ৭ শতাংশ।

Comments

The Daily Star  | English

Trump says Venezuela's Maduro captured in 'large scale' US strike

In a brief phone interview with The New York Times, Trump hailed the 'brilliant' operation

35m ago