ক্রিমিয়ায় আবারও ড্রোন হামলার অভিযোগ

ক্রিমিয়ায় ড্রোন হামলা
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সৃষ্টিকারী সেতু। ছবি: রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় আবারও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করা হয়েছে।

আজ রোববার রাশিয়ার সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

ক্রিমিয়ার প্রধান শহর ও বন্দরনগরী সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ জানিয়েছেন, গতকাল শনিবার স্থানীয় সময় রাতে ১০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ক্রিমিয়ায় হামলার চেষ্টা করে। সেই হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ টেলিগ্রাম বার্তায় রাজভোঝায়েভ বলেন, 'একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে বনে বিধ্বস্ত হয়। প্রতিহামলা চালিয়ে ২টি ড্রোন ঠেকানো হয়েছে।'

'শহরের কোথাও কোনকিছুর ক্ষতি হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে,' যোগ করেন তিনি।

গতকাল ক্রিমিয়ার স্থানীয় কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানান, গতকাল ভোরে ক্রিমিয়াকে লক্ষ্য করে ইউক্রেন ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন নিয়মিত ক্রিমিয়ায় হামলা চালাচ্ছে।

এর আগে গত ২৯ এপ্রিল সেভেস্তোপোলে তেলের ডিপোয় ড্রোন হামলার অভিযোগ করেছিলেন গভর্নর রাজভোঝায়েভ।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

4h ago