পাকিস্তানে জোরালো হচ্ছে বিক্ষোভ, পেশোয়ারে সহিংসতায় নিহত ৪

পেশোয়ারের রাস্তায় বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ জোরালো হচ্ছে।

আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে সহিংসতায় ৪ জন নিহত ও বহু আহতের খবর পাওয়া গেছে।  

স্থানীয় এক সাংবাদিকের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, হতাহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অনেকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওই সাংবাদিকের বরাতে ডন আরও জানায়, পেশোয়ারের রাস্তায় বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে খাইবার পাখতুনখোয়ায় পেশোয়ারের জিটি রোডে জিন্না পার্কের কাছে বিক্ষোভকারীরা একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানা গেছে। পেশোয়ারের রেডিও পাকিস্তান ভবনে হামলা করেছে বিক্ষোভকারীরা।

রাষ্ট্রীয় গণমাধ্যমটির মহাপরিচালক তাহির হুসেন এক বিবৃতিতে জানান, দুর্বৃত্তরা নিউজরুম ও অডিওরুমে ঢুকে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। তারা অফিসের কর্মীদের ওপরও হামলা চালিয়েছে।

গতকাল মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তারের পর কয়েক লাখ পিটিআই সমর্থন রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পাঞ্জাবে পিটিআইয়ের বিক্ষোভ থেকে প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

করাচিতে এ পর্যন্ত বিক্ষোভ থেকে প্রায় ২৭০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago