মরক্কোয় ভূমিকম্প: মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

মরক্কোয় ভূমিকম্প
মরক্কোর ঐতিহাসিক মারাকেশ শহরে ভূমিকম্পে বিধ্বস্ত এক লোকালয়। ছবি: রয়টার্স

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জনের প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন। আহতদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এতে আরও বলা হয়, মার্কিন ভূ-জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে গত শুক্রবার গভীর রাতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক মারাকেশ শহর থেকে দক্ষিণপশ্চিমে ৭২ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে আমিজমিজ গ্রামের বাসিন্দা মোহামেদ আজাও বার্তা সংস্থাটিকে বলেন, 'যখন বুঝতে পারলাম যে পায়ের তলায় মাটি কাঁপছে এবং বাড়িটা হেলে পড়েছে তখন বাচ্চাদের নিয়ে বাইরে বের হই। আমার প্রতিবেশী তা পারেননি।'

'দুর্ভাগ্যবশত প্রতিবেশীর পরিবারে কেউ বেঁচে নেই' উল্লেখ করে তিনি আরও বলেন, 'বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মা ও মেয়ের মরদেহ খোঁজা হচ্ছে।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

20h ago