ফক্স ও নিউজ করপোরেশনের পদ ছাড়লেন রুপার্ট মারডক

রুপার্ট মারডক
রুপার্ট মারডক। ছবি: রয়টার্স

মিডিয়া মোগলখ্যাত রুপার্ট মারডক জানিয়েছেন তিনি ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন। তার ছেলে লাচলান এ দুটি সংস্থার প্রধান হিসেবে তার স্থলাভিণিক্ত হচ্ছেন।

বিবিসি জানিয়েছে, কর্মচারীদের উদ্দেশে লেখা এক বার্তায় তিনি বলেছেন, 'ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য এটাই এখন সঠিক সময়।'

৯২ বছর বয়সী মারডক ১৯৯৬ সালে ফক্স নিউজ চালু করেন। এটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় টিভি নিউজ চ্যানেল।

মারডক জানিয়েছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি তিনি দুটি সংস্থারই ইমেরিটাস চেয়ারম্যান হচ্ছেন।

মারডক বলেছেন, 'আমাদের কোম্পানিলো এখন ভালো অবস্থানে আছে। যেমন আমি আছি। আমাদের যেসব সুযোগ এসেছে তা বাণিজ্যিক চ্যালেঞ্জগুলোকেও ছাড়িয়ে গেছে।' 

তিনি আরও লিখেছেন, 'আসন্ন বছরগুলোর বিষয়ে আমাদের আশাবাদী হওয়ার বহু কারণ রয়েছে। আমি আছি, এবং এবং সেগুলোতে অংশগ্রহণের জন্য এখানে থাকার পরিকল্পনাও করছি।'

রুপার্ট মারডক ও তার দ্বিতীয় স্ত্রী এনা মারিয়া ডিপেস্টারের সন্তান ৫২ বছর বয়সী লাচলান মারডক। বিলিয়নিয়ার রুপার্ট মারডক ৪টি বিয়ে করেন। তার ছয় সন্তান রয়েছে। যাদের অনেকে বাবার পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত।

Comments

The Daily Star  | English

25 children among 27 killed in Milestone jet crash

Twenty bodies have so far been handed over to their respective families

2h ago