বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ ৯৭তম

ফাইল ফটো। রয়টার্স

সিঙ্গাপুরের পাসপোর্ট ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট। নাগরিকত্ব সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৪ সালের পাসপোর্ট ইনডেক্সে এই তথ্য জানায়। এ তালিকায় বাংলাদেশের স্থান ৯৭তম।

হেনলি অ্যান্ড পার্টনার্স এর তথ্যমতে, সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।

পাসপোর্টের গ্রহণযোগ্যতার দিক থেকে শীর্ষ দেশগুলো হলো:

১. সিঙ্গাপুর (১৯৫ দেশে ভ্রমণ)

২. ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন (১৯২ দেশে ভ্রমণ)

৩. অস্ট্রিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন (১৯১ দেশে ভ্রমণ)

৪. বেলজিয়াম, ডেনমার্ক, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র (১৯০ দেশে ভ্রমণ)

৫. অস্ট্রেলিয়া, পতুর্গাল (১৮৯ দেশে ভ্রমণ)

তালিকায় বাংলাদেশের সঙ্গে একই স্থানে আছে ফিলিস্তিন। বাংলাদেশ ও ফিলিস্তিনের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের স্থান ৫২ তম, এ পাসপোর্টধারীরা ৯৪ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

তালিকায় ভারতের স্থান ৮২ তম, ভারতের পাসপোর্টধারীরা ৫৮ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

ভূটানের স্থান ৮৭ তম, এ পাসপোর্টধারীরা ৫২ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন এবং শ্রীলঙ্কার স্থান ৯৩ তম, এ পাসপোর্টধারীরা ৪৪ দেশে ভিসা ছাড়া বা অন এরাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।

৪০টির কম দেশে ভিসা বা অন এরাইভাল ভিসায় প্রবেশাধিকার রয়েছে এমন দেশের মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান।

৪০টির কম দেশে ভিসা বা অন এরাইভাল ভিসায় প্রবেশাধিকার রয়েছে এমন দেশগুলো হলো:

৯৮. লিবিয়া, নেপাল (৩৯ দেশ)

৯৯. সোমালিয়া (৩৫ দেশ)

১০০. পাকিস্তান, ইয়েমেন (৩৩ দেশ)

১০১. ইরাক (৩১ দেশ)

১০২. সিরিয়া (২৮ দেশ)

১০৩. আফগানিস্তান (২৬ দেশ)

Comments

The Daily Star  | English
A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

A bitter brew: Climate change and the decline of Sylhet’s tea gardens

Projections by the United Nations Food and Agriculture Organization (FAO) indicate that tea cultivation areas could shrink by 2050.

7h ago