রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার। ফাইল ছবি: আরতেম কাতরাঞ্জি/উইকিমিডিয়া কমন্স/সংগৃহীত
রুশ এমআই-২৮ সামরিক হেলিকপ্টার। ফাইল ছবি: আরতেম কাতরাঞ্জি/উইকিমিডিয়া কমন্স/সংগৃহীত

রুশ ভূখণ্ডে একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সকল ক্রু প্রাণ হারিয়েছেন।

আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, 'কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে...ক্রুরা মারা গেছেন।'

রুশ এমআই-২৮ হেলিকপ্টার। ফাইল ছবি: বাসস
রুশ এমআই-২৮ হেলিকপ্টার। ফাইল ছবি: বাসস

পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইন্টারফ্যাক্স সংবাদ মাধ্যমকে জানিয়েছে, খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে হেলিকপ্টারে কয়জন ক্রু ছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়।

এমআই-২৮ একটি সোভিয়েত আমলে নির্মিত হেলিকপ্টার। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।

মূলত দুই আসন বিশিষ্ট এই হেলিকপ্টারের মালামাল বহনের সক্ষমতা নেই বললেই চলে—যুদ্ধে বা হামলার কাজেই মূলত এর ব্যবহার হয়ে থাকে।

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago