জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা, পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত

আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসে হামলার পর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসে হামলার পর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জেরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন। পাশাপাশি তিনজন পুলিশও আহত হয়েছেন।

আজ রোববার ভোরের এই হামলার বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেট্রা নিউজ এজেন্সি জানিয়েছে, 'গণনিরাপত্তা দপ্তর ঘোষণা করেছে, আজ রোববার ভোরে রাজধানী আম্মানের রাবিয়াহ এলাকায় বন্দুক হামলার ঘটনার পর যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে টহল পুলিশ।'

প্রতিবেদনে বলা হয়, এক বন্দুকধারী ব্যক্তি টহলরত পুলিশদের ওপর গুলি চালাতে শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

পেট্রা জানায়, ওই ব্যক্তি 'নিরাপত্তা বাহিনীর উদ্দেশে গুলি ছুঁড়তে শুরু করে। যার ফলে আমরা পাল্টা আঘাত করতে বাধ্য হই। পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হন।"

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গুলির শব্দের পর দূতাবাসের চারপাশে পুলিশি প্রহরা জোরদার করা হয় এবং পুলিশ পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাবিয়াহ মহল্লায় পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়।

এই এলাকাতেই ইসরায়েলি দূতাবাসের অবস্থান। 

পুলিশ এই এলাকার বাসিন্দাদের নিজ নিজ বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

ইসরায়েলি দূতাবাসের আশেপাশের এলাকাগুলোতে নিয়মিত ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়।

Comments

The Daily Star  | English

BNP opposes RPO amendment requiring alliance parties to use own symbols

Salahuddin says the change will discourage smaller parties from joining coalitions

35m ago