ইরানে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-স্টোরের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইরানে দীর্ঘদিন বন্ধ ছিল মেটার নানা সেবা। প্রতীকী ছবি: ডিডব্লিউ
ইরানে দীর্ঘদিন বন্ধ ছিল মেটার নানা সেবা। প্রতীকী ছবি: ডিডব্লিউ

মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরান। ব্যবহার করা যেত না অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপ ডাউনলোডের সাইট গুগল প্লে স্টোরও। অবশেষে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইরানের সরকার।

গতকাল মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়।

জানিয়ে দেয়া হয়, এখন থেকে ইরানে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে স্টোর ব্যবহার করা যাবে।

দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাত্তার হাশেমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেট সংক্রান্ত নিষেধাজ্ঞাগুলো একে একে তুলে নেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে খুলে দেওয়া তারই প্রথম পদক্ষেপ।

ফেসবুক, এক্স, ইউটিউবের ওপর অবশ্য এখনো নিষেধাজ্ঞা বহাল আছে। ২০১৮ সালে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল টেলিগ্রামও। এই প্ল্যাটফর্মগুলোর নিষেধাজ্ঞা এখনো তোলা হয়নি। তবে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে ইরানে কোনো আপত্তি নেই। ফলে ভিপিএন ব্যবহার করে সহজেই এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন ইরানের বহু মানুষ।

ইরানের প্রশাসনের বক্তব্য ছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের মানুষ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। সে জন্যই এতদিন এই সমাজমাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল।

তবে এখন এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রয়টার্স, এপি, এএফপি

Comments

The Daily Star  | English

NBR activities disrupted as officials continue work abstention

This marks the ninth day of protests since the interim government issued the ordinance on May 12

52m ago