মোজাম্বিকে জেল ভেঙে দেড় হাজার বন্দির পলায়ন, সংঘর্ষে নিহত ৩৩

মোজাম্বিকের মাপুতোর কেন্দ্রীয় কারাগার থেকে ১,৫০০ কয়েদি পালিয়েছেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/এক্স
মোজাম্বিকের মাপুতোর কেন্দ্রীয় কারাগার থেকে ১,৫০০ কয়েদি পালিয়েছেন। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট/এক্স

মোজাম্বিকের রাজধানী মাপুতোয় একটি জেল থেকে দেড় হাজার বন্দি পালিয়েছেন। জেল ভাঙার আগে জেলের ভেতর ভয়ংকর সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যাও অনেক।

সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন। ঘটনার পর অন্তত দেড় হাজার বন্দি জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুধু রাজধানীতেই নয়, দেশটির আরো বেশ কয়েকটি জেলে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দি পালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মাপুতোর কেন্দ্রীয় কারাগারে দর্শনার্থীদের সারি। ফাইল ছবি: সংগৃহীত
মাপুতোর কেন্দ্রীয় কারাগারে দর্শনার্থীদের সারি। ফাইল ছবি: সংগৃহীত

তবে পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই দেড়শ পলাতক কয়েদীকে আবারও গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা যাবে বলে মনে করছে পুলিশ।

কয়েকদিন আগেই মোজাম্বিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই গোটা দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে।

রাজধানীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হাঙ্গামা হয়েছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৩৮০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।

নামপুলা এবং বেইরাতেও প্রবল সংঘর্ষ চলছে।

রয়টার্স, এএফপি

Comments

The Daily Star  | English
Largest Islamic bank in the making

Largest Islamic bank in the making

The five banks slated for consolidation are First Security Islami Bank, Union Bank, Global Islami Bank, Social Islami Bank and Exim Bank.

9h ago