লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ২৪

ক্যালিফোর্নিয়ায় দাবানল
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এই দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, যেখানে হলিউডের অবস্থান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া প্রাণঘাতী দাবানলে মৃত্যু বেড়ে অন্তত ২৪ জনে দাঁড়িয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক রোববার মৃত্যুর এই হালনাগাদ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলছে, ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ যে ঝড়ো বাতাস, সেই সান্তা আনা তুলনামূলক শাস্ত থাকার পর আবার বাড়তে পারে।

এ বিষয়ে আজ সোমবার ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই বাতাস ঘণ্টায় ৬০ মাইল বা ৯৬ কিলোমিটার পর্যন্ত গতি পেতে পারে।

তবে বাতাস বাড়ার আগে শহরের বিপরীত প্রান্তের সবচেয়ে বড় প্যালিসেইডস এবং ইটন এলাকার দাবানল নিয়ন্ত্রণে কিছুট অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় দমকল কর্মীদের পাশাপাশি আরও আটটি রাজ্য এবং কানাডা ও মেক্সিকো থেকে যোগ দেওয়া কর্মীরা সহযোগিতা করছেন।

মৃতদের মধ্যে ১৬ জনকে ইটন ফায়ার জোন এবং আটজনকে প্যালিসেইডস এলাকায় পাওয়া গেছে।

শেষ খবর অনুসারে এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের চারপাশে তিনটি দাবানল জ্বলছে।

এর ভেতর সবচেয়ে বড় দাবানলটি ছড়িয়েছে প্যালিসেইডসে। এখানকার ২৩ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে এবং ১১ শতাংশ এলাকার আগুন নিয়ন্ত্রণে আছে।

ইটনের দাবানল দ্বিতীয় বৃহত্তম। এই অঞ্চলের ১৪ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। নিয়ন্ত্রণে আছে ২৭ শতাংশ এলাকার আগুন। ধারণ করা হয়েছে।

রোববার বেসরকারি পূর্বাভাসকারী প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার দাবানলে আর্থিক ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব বাড়িয়ে ২৫০ বিলিয়ন থেকে ২৭৫ বিলিয়ন ডলারের কথা বলেছে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago