আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস, বাড়ল লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান। ছবি: আইডিএফের এক্স অ্যাকাউন্ট
গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান। ছবি: আইডিএফের এক্স অ্যাকাউন্ট

এই সপ্তাহে আরো ছয় বন্দিকে মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে তিনজন মুক্তি পাবেন বৃহস্পতিবার। অপরদিকে লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মেয়াদও বেড়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস এই সপ্তাহে আরো বন্দিকে মুক্তি দেবে।

বৃহস্পতিবার মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হলেন বেসামরিক মানুষ অ্যারবেল ইয়েহুদ, সেনা অ্যাগাম বার্গার ও আরো একজন জিম্মি। এরমধ্যে ইয়েহুদ ইসরায়েলের পাশাপাশি জার্মানিরও নাগরিক।

নেতানিয়াহুর অফিস জানিয়েছে, বাকি তিনজন জিম্মি আগামী শনিবার মুক্তি পাবেন।

এই ছয় জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল সোমবার থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় যেতে দেবে।

অর্থাৎ, মধ্য ও দক্ষিণ গাজায় আশ্রয় নেয়া ছয় লাখ ৫০ হাজার ফিলিস্তিনি অবশেষে উত্তর গাজায় ফিরতে পারবেন। ইসরায়েল-হামাসের লড়াইয়ের ফলে উত্তর গাজার অনেকটা অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

লেবাননে বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

বাস্তুচ্যুত লেবানিজরা যুদ্ধবিরতির মাঝে দেশে ফিরছেন। ছবি: ডিডব্লিউ
বাস্তুচ্যুত লেবানিজরা যুদ্ধবিরতির মাঝে দেশে ফিরছেন। ছবি: ডিডব্লিউ

মার্কিন কর্মকর্তারা  বলেছেন, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চালু থাকবে।

সংক্ষিপ্ত বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চালু থাকবে।

এরপর লেবানন জানায়, তারা এই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে।

এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা চুক্তির শর্ত মেনে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে না। কারণ, লেবানন, চুক্তির শর্ত পুরোপুরি বাস্তবায়ন করেনি।

রোববার ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রামবাসীরা তাদের বাড়িতে ফেরার সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর এলোপাতারি গুলি চালালে ২২ জনের মৃত্যু হয়।

গত নভেম্বরে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ৮০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়। সেই যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়েছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago