তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদের জন্য লড়তে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। যার ফলে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া মেয়াদটিই হতে যাচ্ছে ট্রাম্পের শেষ মেয়াদ। তবে এক আলোচনায় তৃতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি উড়িয়ে দেননি ট্রাম্প।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্পের ইঙ্গিত

ট্রাম্প জানান, তিনি 'শতভাগ নিশ্চিত নন' যে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদের জন্য তিনি লড়তে পারবেন কী না।

সোমবার ফ্লোরিডায় রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি সম্মেলন ও নৈশভোজে ট্রাম্প বলেন, 'আমি পরবর্তী নির্বাচনের জন্য অনেক তহবিল জোগাড় করেছি, যা সম্ভবত আমি নিজের জন্য ব্যবহার করতে পারছি না। তবে বিষয়টা নিয়ে আমি শতভাগ নিশ্চিত না।'

এ সময় হালকা মেজাজে ছিলেন নবনিযুক্ত প্রেসিডেন্ট। তিনি স্পিকার মাইক জনসনকে জিজ্ঞাসা করেন, 'আমি বিষয়টা নিয়ে অতটা নিশ্চিত নয়। মাইক, তুমিই বল, আমি কি চাইলে আরও একবার (প্রেসিডেন্ট) নির্বাচনে অংশ নিতে পারব না? তবে তোমাকে এর সঙ্গে জড়াতে চাই না।'

মার্কিন হাউস স্পিকার মাইক জনসন। ছবি: এএফপি
মার্কিন হাউস স্পিকার মাইক জনসন। ছবি: এএফপি

তৃতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার দিকে এর আগেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত রোববার নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক সভায় তিনি মন্তব্য করেন, 'আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে একবার নয়, বরং দুই বা তিনবার প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পাওয়া।'

এই মন্তব্যে ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়।

যেভাবে এসেছে এই প্রসঙ্গ

ইতোমধ্যে টেনেসির রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলেস মার্কিন সংবিধান সংস্কার করে ট্রাম্পকে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টির বিষয়ে কথা বলেছেন।

তবে যুক্তরাষ্ট্রে সংবিধান সংশোধন করা বেশ কঠিন। ১৯৯২ সালে ২৭তম সংশোধনী পাসের পর সংবিধানে কোনো পরিবর্তন আসার নজির নেই।

সংবিধান সংশোধন করতে চাইলে সিনেট ও প্রতিনিধি পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের অনুমোদন লাগবে। এই মুহূর্তে রিপাবলিকান পার্টির সে ধরনের শক্তিমত্তা নেই পার্লামেন্টে।

টেনেসির রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলেস। ছবি: রয়টার্স
টেনেসির রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলেস। ছবি: রয়টার্স

অপর বিকল্প হচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশনের (সাংবিধানিক সম্মেলন) আয়োজন করা। ১৮শ শতকের পর এ ধরনের কোনো সম্মেলনের আয়োজন করা হয়নি।

পরবর্তীতে, পার্লামেন্টে পাস হলেও ওই সংশোধনী কার্যকর হতে তিন চতুর্থাংশ অঙ্গরাজ্যের (৫০টির মধ্যে ৩৪টি) অনুমোদন প্রয়োজন হবে।

অন্যান্য যেসব বিষয়ে কথা বলেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি

সম্মেলনের নৈশভোজে অন্য যেসব বিষয় নিয়ে কথা বলেন ট্রাম্প, সেগুলো হল টিকটক, চিকিৎসা সেবা ও সামাজিক সুরক্ষা, কলম্বিয়া ও নতুন এআই ইঞ্জিন ডিপসিক।

ট্রাম্প জানান, টিকটক তার পছন্দের অ্যাপ। তিনি আরও উল্লেখ করেন, শিগগির টিকটক বিক্রি হবে। অনেকেই এই প্ল্যাটফর্ম কেনার জন্য মুখিয়ে আছে। তবে নতুন মালিকদের সঙ্গে চীনের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলে নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, চিকিৎসাসেবা বা সামাজিক সুরক্ষার কোনো সুযোগ-সুবিধা কমাবেন না তিনি।

ডিপসিক প্রসঙ্গে ট্রাম্প মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে 'উজ্জীবিত হয়ে' আরও ভালো সমাধান নিয়ে আসার আর্জি জানান।

Comments

The Daily Star  | English

Nepali police fire tear gas and rubber bullets at protesters outside parliament

Authorities imposed a curfew around the parliament building after thousands of the protesters tried to enter the legislature by breaking a police barricade.

16m ago