এবার ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরির দাবি আলিবাবার

ছবি: রয়টার্স

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল কুয়েনের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, সক্ষমতায় চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চীনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী এই সংস্করণ।

আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আজ চীনা নববর্ষের প্রথম দিন। এদিনেই কুয়েনের ২.৫-ম্যাক্স মডেলটি উন্মোচন করল আলিবাবা।

রয়টার্সের মতে, এ সপ্তাহে ডিপসিকের উত্থানের প্রতিক্রিয়া হিসেবে ছুটির দিনে নতুন মডেল বাজারে আনতে বাধ্য হয়েছে আলিবাবা।  

শুধু চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতো পশ্চিমা এআই মডেলগুলোই না, এই খাতে চীনা প্রতিযোগীদের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডিপসিক।

আলিবাবার ক্লাউড ইউনিট আজ তাদের উইচ্যাট অ্যাকাউন্টে ঘোষণা দেয়, 'প্রায় সব ক্ষেত্রেই জিপিটি-৪ও, ডিপসিক-ভি৩ এবং (মেটার) লামা-৩.১-৪০৫বি মডেলকে ছাড়িয়ে গেছে কুয়েন ২.৫-ম্যাক্স।'

এখানে ওপেনএআই ও মেটার সর্বাধুনিক ওপেন সোর্স মডেলগুলোর নাম উল্লেখ করেছে আলিবাবা।

ডিপসিক ১০ জানুয়ারি তাদের ভি৩ ও ২০ জানুয়ারি আর১ মডেলটি বাজারে আনে। বিশেষ করে দ্বিতীয় মডেলটি এআই বাজারে ব্যাপক আলোড়ন তৈরি করে।

পশ্চিমা মডেলগুলোর তুলনায় অনেক কম খরচে ডিপসিকের এই মডেল তৈরির সংবাদ আসার পর শেয়ারবাজারে এআই ব্যবসায় জড়িত প্রায় সব মার্কিন প্রতিষ্ঠানের দরপতন হয়।  

ডিপসিকের সাফল্যের সঙ্গে সঙ্গে চীনা প্রতিযোগীদের মাঝেও তাদের এআই মডেল উন্নয়নে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।

ডিপসিকের আর১ মডেল বাজারে আসার দুইদিন পরেই টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের এআই মডেলের একটি আপডেট প্রকাশ করে। প্রতিষ্ঠানটি দাবি, এই মডেল এআইএমই টেস্টে ওপেনএআইয়ের ও১ মডেলকে হারিয়েছে।

এআইএমই টেস্টের মাধ্যমে এআই মডেলগুলোর জটিল নির্দেশনা বোঝার ও সঠিক জবাব দেওয়ার ক্ষমতা পরিমাপ করা হয়।


 

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

5h ago