মানুষের সমান আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি

নিউজিল্যান্ডের তারানাকি পর্বত। ফাইল ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের তারানাকি পর্বত। ফাইল ছবি: সংগৃহীত

মানুষের সমান আইনি অধিকার পেয়েছে একটি নির্জীব বস্তু। এই অভিনব ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। দেশটিতে একজন ব্যক্তি যা যা অধিকার পেয়ে থাকেন, তার সবই পেতে যাচ্ছে মাউন্ট তারানাকি।

এর আগে আদালতের এক রায়ে পর্বতটি সমঅধিকার অর্জন করে।

এরপর বেশ কয়েক বছরের আলোচনা শেষে এই সিদ্ধান্তকে আইনে পরিণত করা হয়েছে।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যার ফলে তারানাকি মাউঙ্গা (মাউন্ট তারানাকি) কার্যত নিজেই নিজের মালিক হবে। স্থানীয় আয়ই উপজাতি ও সরকারের প্রতিনিধিরা এটি পরিচালনা করতে একসঙ্গে কাজ করবে।

মাউন্ট তারানাকি পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ বলে মনে করে থাকে।

১৮ ও ১৯ শতকে ঔপনিবেশিক শাসকরা তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নিয়েছিল।

নিউজিল্যান্ড সরকার নতুন আইন পাস করে এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব দিয়েছে। বিষয়টিকে ঐতিহাসিকভাবে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।

নতুন আইন অনুযায়ী, তারানাকি পর্বতের মানব সত্তার নাম দেওয়া হয়েছে 'তে কাহুই তুপুয়া।'

ল্যান্ডস্যাট স্যাটেলাইটের চোখে মাউন্ট তারানাকি। ছবি: রয়টার্স
ল্যান্ডস্যাট স্যাটেলাইটের চোখে মাউন্ট তারানাকি। ছবি: রয়টার্স

আইন অনুযায়ী এখন এই পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসাবে গণ্য করা হবে। এতে পর্বতটির সংরক্ষণ, ঐতিহ্যগত ব্যবহার ও এর সুস্থতা রক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

মূলত মাওরি জনগোষ্ঠীর বিরুদ্ধে উপনিবেশ আমলের অন্যায়ের স্বীকৃতি ও অবিচারের ক্ষতিপূরণ হিসেবে এই আইনটি তৈরি করা হয়েছে।

নতুন এই আইনি অধিকার বলে তারানাকি পর্বতটির স্বাস্থ্য ও সুস্থতা রক্ষা করতে সাহায্য করবে। এর ফলে, কেউ চাইলেই ওই অঞ্চলটির ভূমি জোর করে কিনতে পারবে না।

আইনটি পাস হওয়ার সময় পার্লামেন্টের সদস্যরা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন।

নিউজিল্যান্ডই হচ্ছে বিশ্বে প্রথম দেশ যেখানে প্রকৃতিকে আইনি ভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এর আগে ২০১৪ সালে 'তে উরেওরা' নামে এক বিশাল বনভূমিকে এই মর্যাদা দেওয়া হয়েছিল। এরপর ২০১৭ সালে ওয়াঙ্গানুই নদীকেও একই স্বীকৃতি দেয় দেশটি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

1h ago