৪৭ বছরের ওয়ানডে রেকর্ড ভেঙে দিলেন অভিষিক্ত ব্রিটজকে

ছবি: এএফপি

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ইতিহাসের পাতায় ঠাঁই নিলেন ম্যাথু ব্রিটজকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ভেঙে দিলেন ৪৭ বছর ধরে টিকে থাকা কীর্তি। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তার দখলে।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিটজকে খেলেছেন ১৫০ রানের দুর্দান্ত ইনিংস। ১৪৮ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে ১১টি চার ও পাঁচটি ছক্কা। ৬৮ বলে ফিফটি স্পর্শের পর তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১২৮ বলে। এরপর গতি বাড়িয়ে দেড়শ ছুঁয়ে ফেলেন ১৪৭ বলে। পরের বলেই অবশ্য পেসার ম্যাট হেনরির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

বলা বাহুল্য, ওয়ানডে অভিষেকে দেড়শ রান করা প্রথম ব্যাটার ২৬ বছর বয়সী ব্রিটজকে। এই সংস্করণে প্রথম ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের আগের রেকর্ড ছিল ডেসমন্ড হেইন্সের। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ১৪৮ রান।

কিউইদের বিপক্ষে এই ম্যাচে ব্রিটজকে একাদশে জায়গা পান মূলত প্রোটিয়াদের নিয়মিত তারকারা না থাকায়। ঘরোয়া ফ্র্যঞ্চাইজি আসর এসএ টি-টোয়েন্টি গত শনিবার শেষ হওয়ার পর এখনও লাহোরে দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তাদের। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই নজর কেড়েছেন ব্রিটজকে।

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ও সব মিলিয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে ব্রিটজকে পেয়েছেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১০ সালে প্রথম প্রোটিয়া ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কলিন ইনগ্রাম। এরপর ২০১৬ সালে টেম্বা বাভুমা ও ২০১৮ সালে রিজা হেন্ড্রিকস যুক্ত হন তালিকায়।

ব্রিটজকের স্মরণীয় দিনে অবশ্য শেষ হাসি হাসতে পারেনি দক্ষিণ আফ্রিকা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাদের ছুড়ে দেওয়া ৩০৫ রানের লক্ষ্য ৬ উইকেট ও ৮ বল হাতে রেখে পেরিয়ে গেছে নিউজিল্যান্ড। টানা দুই জয়ে কিউইরা ঠাঁই করে নিয়েছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

Comments

The Daily Star  | English

Ignore Gen Z at your peril, experts tell Nepal govt

Prominent personalities warn government and parties not to dismiss the demands of youths

1h ago