চ্যাম্পিয়ন্স ট্রফি

সেরা বোলারকে ভারতের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কায় নিউজিল্যান্ড

ছবি: এএফপি

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি। চার ম্যাচে মাত্র ১৬.৭০ গড়ে তিনি নিয়েছেন ১০ উইকেট। এই অভিজ্ঞ পেসারকেই ফাইনালে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড।

আগামী রোববার ফের দুবাইতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তবে হেনরি খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি কিউইদের কোচ গ্যারি স্টেড।

লাহোরে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিংয়ের সময় চোট পান হেনরি। হেইনরিখ ক্লাসেনের ক্যাচ নেওয়ার সময় বেকায়দায় মাটিতে পড়ে গিয়ে কাঁধে আঘাত লাগে তার। তখন মাঠ ছেড়ে যেতে হয় তাকে। পরে ফিরে এসে আরও দুই ওভার বোলিং করেন তিনি। এমনকি ডাইভ দিতেও দেখা যায় তাকে। কিন্তু তার ফিটনেস এখন শতভাগ নয়।

শিরোপা নির্ধারণী লড়াইয়ের মাত্র ৪৮ ঘণ্টা আগে স্টেড বলেছেন, হেনরিকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়, 'আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হলো, বোলিংয়ের জন্য সে আবার মাঠে ফিরে এসেছিল। আমরা তার কিছু স্ক্যান করেছি এবং এই ম্যাচে (ফাইনালে) খেলার জন্য যে কোনো সুযোগ তাকে আমরা দিব। কিন্তু এই পর্যায়ে (তার ফিটনেসের অবস্থা) এখনও কিছুটা অজানা।'

গ্রুপ পর্বে দুবাইতে ভারতকে আড়াইশর নিচে থামাতে হেনরির প্রাপ্তি ছিল ৪৮ রানে ৫ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দলটির পক্ষে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি এটি। যদিও সেদিন ৪৪ রানে হেরে যায় কিউইরা।

৩৩ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলারকে পেতে অবশ্য আশাবাদী স্টেড, 'কাঁধের এক প্রান্তে মাটিতে পড়ার কারণে স্পষ্টতই সেখানে তার খুব ব্যথা হচ্ছে। আশা করি, সে ঠিক হয়ে যাবে।'

শেষ পর্যন্ত হেনরি খেলতে না পারলে সুযোগ পেতে পারেন জ্যাকব ডাফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্য এখনও মাঠে নামেননি তিনি। ক্যারিয়ারের ১১ ওয়ানডেতে ২৭.১০ গড়ে তার শিকার ১৯ উইকেট।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago