হোয়াইট হাউসে বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প

হোয়াইট হাউস, ভলোদিমির জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট, ইউক্রেন,
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রয়টার্স ফাইল ফটো

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কির প্রতি তার 'যথেষ্ট শ্রদ্ধা' আছে।

সম্প্রতি জেলেনস্কিকে 'স্বৈরশাসক' বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এজন্য তিনি ক্ষমা চাইবেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করতে পারছেন না যে, এ কথা বলেছেন। শুধু তাই নয় তিনি জেলেনস্কিকে 'অত্যন্ত সাহসী' বলেও অভিহিত করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসান নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এসব বলেন।

শুক্রবার জেলেনস্কির সঙ্গে ভালো একটি বৈঠক হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি অর্জনের প্রচেষ্টা বেশ দ্রুত এগোচ্ছে।

তিন বছর আগে ইউক্রেনে হামলা চালানোর পর মস্কোর সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের মার্কিন বৈঠক করে ট্রাম্প প্রশাসন পশ্চিমা অংশীদারদের চমকে দেওয়ার পর এ সপ্তাহের বৈঠক অনুষ্ঠিত হলো।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নতুন প্রেসিডেন্ট এই যুদ্ধের জন্য জেলেনস্কিকে দোষারোপ করেন। এর আগে শান্তি আলোচনা শুরু না করার জন্য তাকে তিরস্কারও করেছিলেন।

গত মঙ্গলবার তিনি বলেছিলেন, 'আপনি তিন বছর ধরে এই অবস্থায় আছেন। আপনার এই যুদ্ধ শেষ করা উচিত ছিল। একটি চুক্তিতো করতে পারতেন।'

তবে বৃহস্পতিবার কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি আগামীকাল সকালে আমরা খুব ভালো বৈঠক করতে যাচ্ছি। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে।'

এ সময় জেলেনস্কিকে 'স্বৈরশাসক' মনে করেন কিনা প্রশ্ন করেন বিবিসির ক্রিস ম্যাসন। এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি কি এটা বলেছি? আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি এটা বলেছি।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

5h ago