পাকিস্তানে ৩০ ঘণ্টা পর ট্রেনের সব জিম্মি উদ্ধার

পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে জিম্মি ট্রেনযাত্রীদের উদ্ধার করা হয়। ছবি: এএফপি

ত্রিশ ঘণ্টার বেশি সময় সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি থাকা ৩৪০ জনেরও বেশি ট্রেন যাত্রীকে উদ্ধার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।  

দেশটির একজন সেনা কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ২৭ জন সেনা সদস্য হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন। তারা সবাই ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।

দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের পর্বতাঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বোমা হামলা চালিয়ে প্রায় ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলার পর মঙ্গলবার বিকেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

একজন সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, অভিযানে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।'

তিনি জানান, নিহত ২৭ জন সেনাসদস্য ট্রেনে যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। তারা সবাই অফ ডিউটিতে ছিলেন। উদ্ধার অভিযানে এক জন কর্তব্যরত সেনা সদস্য নিহত হন।

তবে ওই সেনা কর্মকর্তা বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা জানাননি। তবে এর আগে একজন রেলওয়ে কর্মকর্তা এবং প্যারামেডিক জানিয়েছেন যে ট্রেন চালক এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, চূড়ান্ত ক্লিয়ারেন্স অপারেশনে কোনো যাত্রী আহত হননি। তবে, অভিযানের আগে কমপক্ষে ২১ জন যাত্রী নিহত হন।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেছে। তারা বোমা বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

9h ago