ইসরায়েলে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের

ইসরায়েলের আকাশে হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েছে আইডিএফ। ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত (১৩ এপ্রিল ২০২৫)
ইসরায়েলের আকাশে হুতি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুঁড়েছে আইডিএফ। ছবি: সামাজিক মাধ্যম থেকে সংগৃহীত (১৩ এপ্রিল ২০২৫)

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলায় দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত ওই বিদ্রোহী গোষ্ঠী।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

রোববার এই হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আকাশ হামলা প্রতিরক্ষা বাহিনী 'ইন্টারসেপ্টর' বা প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তবে আদতে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হয়েছে কী না, তা এখনো জানায়নি আইডিএফ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে আকাশ পথে আসা হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে। 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয় সাইরেন বেজে ওঠার অল্প সময় পরই বিপদ কেটে যায়। ইসরায়েলিরা সন্ধ্যাবেলার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।

সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয়ার পরপরই ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানান তারা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বসতিতে সাইরেনের শব্দ শোনা গেছে।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে ২০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা।

এর আগে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে নিয়মিত হামলা চালিয়ে এসেছে হুতিরা।

Comments

The Daily Star  | English

Nineteen killed in Nepal in 'Gen Z' protest over social media ban

Police used live ammunition, tear gas, and water cannons against protesters demonstrating against social media restrictions and corruption

5h ago