‘আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব’

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নেবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার ওমানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পর উভয় দেশই এই বৈঠককে 'ইতিবাচক' ও 'গঠনমূলক' বলে আখ্যায়িত করে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প এই মন্তব্য করেন।

ইরানের পরমাণু প্রকল্প বন্ধ করার চুক্তি সম্পন্ন না হলে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তিনি মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত উড়োজাহাজে সাংবাদিকদের আরও বলেন, তিনি ইরান-বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন এবং আশা করছেন, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

'আমরা ইরানের বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেব'

এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসছেন ট্রাম্প। ছবি: এএফপি
এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে আসছেন ট্রাম্প। ছবি: এএফপি

এ বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরানের পরমাণু চুক্তি নিয়ে আগামী শনিবার রোমে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার ওমানের আলোচনাটি ছিল ইরান ও ট্রাম্প প্রশাসনের প্রথম বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক হয়নি।

কর্মকর্তারা জানান, 'অনুকূল, শান্ত ও ইতিবাচক পরিবেশে' এই বৈঠক শেষ হয়।

শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা 'ঠিকমতই আগাচ্ছে'।

'চূড়ান্ত ফল না আসা পর্যন্ত কিছুই আসে যায় না। এ কারণে আমি বিষয়টি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে সবকিছু ঠিকমতোই আগাচ্ছে। আমি মনে করি, ইরান পরিস্থিতির ভালো অগ্রগতি হচ্ছে', যোগ করেন তিনি।

 

Comments

The Daily Star  | English

BNP says ‘no’ to constitutional reforms under interim govt

The BNP has said it will not support any constitutional reforms before the national election in February 2026, arguing that such changes must be made by the next parliament.

9h ago