কিয়েভে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ৬৩

পোলতাভায় রুশ ড্রোন হামলার পর আগুন নেভাতে ব্যস্ত ইউক্রেনের জরুরি সেবাদাতা সংস্থার কর্মীরা। ফাইল ছবি: এএফপি (২২ এপ্রিল, ২০২৫)
পোলতাভায় রুশ ড্রোন হামলার পর আগুন নেভাতে ব্যস্ত ইউক্রেনের জরুরি সেবাদাতা সংস্থার কর্মীরা। ফাইল ছবি: এএফপি (২২ এপ্রিল, ২০২৫)

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা-পাল্টা আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু তা সত্ত্বেও, কমছে না এই যুদ্ধের ভয়াবহতা। আজ ভোরে ইউক্রেনের রাজধানীতে বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবাদাতা সংস্থা জানিয়েছে, কিয়েভের এই হামলায় অন্তত ৯ জন নিহত ও অপর ৬৩ জন আহত হয়েছেন।

ইউক্রেন কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছে এবং এএফপির সাংবাদিকরা রাজধানীজুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

ইউক্রেনের জরুরি সেবাদাতা সংস্থা সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করে জানায়, 'রাশিয়া কিয়েভের বিরুদ্ধে বড় আকারের সমন্বিত হামলা শুরু করেছে।'

'প্রাথমিক তথ্য অনুযায়ী, নয় জন নিহত ও ৬৩ জন আহত হয়েছেন'।

সংস্থাটি আরও জানায়, আহতদের মধ্যে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ছয়টি শিশুও রয়েছে।

রাজধানীর পাঁচটি অংশ (ডিসট্রিক্ট) ক্ষতির শিকার হয়েছে। কয়েকটি প্রশাসনিক ভবন ও গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

জরুরি সেবাদাতা সংস্থার দেওয়া তথ্য মতে, এই হামলায় আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থা জানায়, 'ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে।'

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: এএফপি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি: এএফপি

আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠার পর একটি আবাসিক ভবনের বেইজমেন্টে অস্থায়ী বোমা শেল্টারে ১০-১২ জন ব্যক্তিকে আশ্রয় নিতে দেখেন এএফপির সাংবাদিক।

সর্বশেষ এপ্রিলের শুরুর দিকে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। সে সময় অন্তত তিনজন আহত হয়েছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর বিচ্ছিন্নভাবে কিয়েভে সরাসরি হামলা চালিয়েছে রাশিয়া।

অপরদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলের খারকিভে বৃহস্পতিবার ভোর রাতে সাতটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। মেয়র ইগর তেরেখভ বলেন, 'এক রাতের মধ্যে দ্বিতীয়বার ক্রুজ মিসাইল হামলার শিকার হয়েছে খারকিভ'।

'জনবহুল আবাসিক এলাকায় হামলা হয়েছে। সেখানে দুইজন আহত হয়েছেন। যে সব জায়গায় শত্রুপক্ষ হামলা চালিয়েছে, সেখানে অনুসন্ধান চলছে', যোগ করেন তেরেখভ। তিনি নগরবাসীদের 'সাবধান থাকার' আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়েরমাক জানান, এ মুহূর্তে রাশিয়া কিয়েভ, খারকিভ ও অন্যান্য শহরে 'ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে'।

'পুতিনের একমাত্র ইচ্ছা মানুষকে হত্যা করা। বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা বন্ধ হতে হবে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

27m ago