আকাশসীমা, বাণিজ্য বন্ধসহ ভারতের বিরুদ্ধে পাল্টা যেসব সিদ্ধান্ত নিল পাকিস্তান

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ছবি: ডন

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। এর জবাবে আজ বৃহস্পতিবার নয়াদিল্লির বিরুদ্ধে বেশ কিছু প্রতিশোধমূলক সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব বাণিজ্যও স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে নেওয়া হয় এসব পাল্টা পদক্ষেপ।

ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব উড়োজাহাজ পরিবহন সংস্থাকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের (এসভিইএস) অধীনে ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হচ্ছে না।

এছাড়া ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ইসলামাবাদস্থ ভারতীয় হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবিলম্বে এসব কর্মকর্তাদের ও তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদের ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। এর জেরে গতকাল সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

17m ago