টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে জেলেনস্কির রেকর্ড ভাঙলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জু সংবাদ সম্মেলন রেকর্ড
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি: এএফপি

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন। 

আজ রোববার তার কার্যালয় জানিয়েছে, এর মাধ্যমে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল।

সেই বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত গড়িয়েছে, একজন প্রেসিডেন্টের এটি নতুন বিশ্ব রেকর্ড, প্রেসিডেন্ট মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল যে, জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছেন।

এএফপি জানায়, মুইজ্জুর এই বর্ধিত সংবাদ সম্মেলনটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, মুইজ্জু সমাজে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করেছেন এবং বাস্তব, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও জবাব দেন।

সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তাদের খাবার পরিবেশন করা হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) তৈরি এ বছরের বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে দুই ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে রয়েছে মালদ্বীপ।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

International auditors KPMG and Ernst & Young conduct asset quality reviews

2h ago