ভারত-পাকিস্তানকে সংঘর্ষ থামাতে বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানকে অবিলম্বে সংঘাত বন্ধ করতে বলেছেন। সেইসঙ্গে পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার প্রস্তাবও দিয়েছেন।

এএফপির খবরে বলf হয়, বুধবার হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, 'পরিস্থিতি ভয়াবহ। আমি উভয় দেশকেই ভালোভাবে চিনি এবং চাই তারা এটি সমাধান করুক। আমি তাদের থামতে দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'তারা একে অপরকে পাল্টা জবাব দিচ্ছে। আশা করি এটা বন্ধ হবে।'

ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমাদের দুই দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক আছে এবং আমি চাই এই সংঘাত পরিস্থিতি বন্ধ হোক।'

'এবং যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে আমি প্রস্তুত,' বলেন ট্রাম্প।

গতকাল পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

 

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

17m ago