ইরান নয়, যুদ্ধ তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর শনিবার হোয়াইট হাউসে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

ইরান নয়, তাদের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গতকাল গভীর রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আজ রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ভ্যান্স বলেন, 'শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি "অনেক বছর পিছিয়ে গেছে", তবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি।'

'আমি স্পর্শকাতর গোয়েন্দা তথ্য নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমরা জানি, গত রাতে আমাদের অভিযানে ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুতরভাবে ধ্বংস হয়েছে—এটা কয়েক বছর কিংবা আরও বেশি সময়ের জন্য স্থগিত হয়ে গেছে,' বলেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি মনে করি, তাদের এই কর্মসূচি ধ্বংস করার জন্য গতরাতে প্রেসিডেন্ট অত্যন্ত দৃঢ় একটি সিদ্ধান্ত নিয়েছেন।'

ভাইস প্রেসিডেন্ট আরও জানান, হামলার কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার চূড়ান্ত সিদ্ধান্ত দেন।

তিনি বলেন, 'এই হামলা তিনি (ট্রাম্প) শেষ মুহূর্ত পর্যন্ত বাতিল করতে পারতেন। কিন্তু তিনি হামলা চালানোর সিদ্ধান্ত নেন।'

প্রতিক্রিয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

এদিকে এনবিসি নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া আরেক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র এখন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে—ইরান যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালায়, নাকি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায়।

বর্তমান সময়কে 'খুবই সংবেদনশীল' উল্লেখ করে ভ্যান্স বলেন, 'আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানের পরবর্তী পদক্ষেপ পরিষ্কার হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'ইতোমধ্যে আমরা ইরানিদের কাছ থেকে কিছু পরোক্ষ বার্তা পেয়েছি।'

ইরান হরমুজ প্রণালী আটকে দেওয়ার চেষ্টা করবে কি না, এমন প্রশ্নের জবাবে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, 'এটি হবে তাদের জন্য সম্পূর্ণ আত্মঘাতী পদক্ষেপ এবং ইরান নিজের অর্থনীতিকেই নিজেরাই ধ্বংস করবে।'

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী পাঠানোর কোনো আগ্রহ নেই বলেও জোর দিয়ে বলেন ভ্যান্স। তিনি বলেন, 'এই পরিস্থিতি কোনো যুদ্ধ বা দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে রূপ নেবে না। ওই অঞ্চলে সেনা পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই, আর এ বিষয়ে উদ্বেগ অমূলক।'

ইরানে হামলাকে 'সুনির্দিষ্ট ও কৌশলগত' সিদ্ধান্ত আখ্যা দিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, 'ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করাই ছিল মূল লক্ষ্য এবং যুক্তরাষ্ট্র এখন শুধু ইরানের প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে আছে।'

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

8h ago