ইসরায়েল নতুন করে ফোরদো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে: ইরান

তেহরানের দক্ষিণে ভূ-গর্ভস্থ ফোরদো পারমাণবিক স্থাপনায় ইসরায়েল নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান।

ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে আজ সোমবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কোম প্রদেশের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ফোরদো পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

গতকালই মার্কিন যুক্তরাষ্ট্র ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় নজিরবিহীন আঘাত হানে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা 'পুরোপুরিভাবে ধ্বংস' হয়েছে। 

তবে কর্মকর্তারা বলছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণ করার সময় এখনো আসেনি।

হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলায় ক্ষয়ক্ষতি নিরুপণে স্থাপনাগুলো আবার খোলা প্রয়োজন।

'আইএইএ পরিদর্শকরা যেন পারমাণবিক কেন্দ্রগুলোতে গিয়ে পরিদর্শন করতে পারে এবং তারপর আলোচনা করতে পারে,' বলেন তিনি।

এর আগে, গত ১৩ জুন ইসরায়েল প্রথমবার ফোরদো পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন।

Comments

The Daily Star  | English
Sharif Osman Hadi dies in Singapore

Sharif Osman Hadi no more

Inqilab Moncho spokesperson dies in Singapore hospital

12h ago