খামেনিকে ‘আর বাঁচতে দেওয়া যায় না’, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: এএফপি
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে 'আর বাঁচতে দেওয়া যায় না' বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

আজ বৃহস্পতিবার তেল আবিবের কাছে হোলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েল কাৎজ বলেন, 'খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালে হামলার নির্দেশ দেন। তার লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা।'

তার ভাষ্য, 'এ ধরনের ব্যক্তিকে আর বাঁচতে দেওয়া যায় না।'

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।

সর্বশেষ গত বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

এ দিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জনকে বেসামরিক নাগরিক ও ১৫৪ জনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

1h ago