১২ দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা জানাল ইরান

তেহরানের দেওয়ালে নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি। ছবি: এএফপি/৩০ জুন ২০২৫
তেহরানের দেওয়ালে নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি। ছবি: এএফপি/৩০ জুন ২০২৫

আজ ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির সপ্তম দিন।  দুই দেশের ১২ দিনের যুদ্ধে নিহতের সংখ্যা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান। 

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে প্রায় দুই সপ্তাহের যুদ্ধে দেশটির অন্তত ৯৩৫ জন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরের বরাত দিয়ে জানায়, 'আমাদের দেশের বিরুদ্ধে জায়নবাদি শাসক যে যুদ্ধ শুরু করে, সেই যুদ্ধের ১২ দিনে শহীদ হয়েছেন এমন ৯৩৫ জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে।'

জাহাঙ্গীর বলেন, নিহতদের মধ্যে ১৩২ নারী ও ৩৮ শিশুও রয়েছে।

তিনি আরও জানান, তেহরানের এভিন কারাগারে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৭১ বলে জানানো হয়েছিল।

কারাগারে নিহতদের মধ্যে আছেন কয়েদী, কয়েদীদের দেখতে আসা আত্মীয় পরিজন ও প্রশাসনিক কর্মকর্তারা। 

যুদ্ধবিরতির সপ্তম দিনে এসে ধীরে ধীরে তেহরানবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পথে। ছবি: তেহরানের তাজরিশ বাজার/এএফপি/৩০ জুন ২০২৫
যুদ্ধবিরতির সপ্তম দিনে এসে ধীরে ধীরে তেহরানবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পথে। ছবি: তেহরানের তাজরিশ বাজার/এএফপি/৩০ জুন ২০২৫

১৩ জুন ইরানের বিরুদ্ধে বড় আকারে বিমান হামলা শুরু করে ইসরায়েল। প্রাথমিক হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। 

ইরানের বিভিন্ন অংশে সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতি চালুর পর কারাগারে হামলার বিষয়টিও জানা যায়। 

তবে এ ক্ষেত্রে ইসরায়েলের দাবি ছিল তারা শুধু সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারায়।

ইরানের পাল্টা হামলায় ২৮ জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, তেল আবিব ও হাইফা সহ দেশটির বেশ কয়েকটি বড় শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মতি দেয়, যা এখনো টিকে আছে।

Comments

The Daily Star  | English
LDC graduation

LDC graduation: an economic cliff?

As Bangladesh approaches its scheduled graduation from the least developed country (LDC) category in November 2026, a sense of unpreparedness hangs over both the government and the private sector.

12h ago