ইরান-ইসরায়েল বিষয়ে কূটনীতিতে ‘এখনো আগ্রহী’ ট্রাম্প: হোয়াইট হাউস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে ইরানের জনগণের উচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে তিনি এ সংকট সমাধানে কূটনীতিতে 'এখনো আগ্রহী'।

আজ সোমবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ফক্স নিউজের কাছে প্রশ্ন রাখেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের পথে না হাঁটে—যেটিতে প্রেসিডেন্ট এখনো আগ্রহী ও সংশ্লিষ্ট; তাহলে দেশটির নাগরিকদের কয়েক দশক ধরে দমনকারী এই অবিশ্বাস্য রকম সহিংস (ইরান) শাসকগোষ্ঠীর ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার ইরানি জনগণের কেন থাকা উচিত নয়?

এর আগে বোমারু বিমান দিয়ে ইরানের কঠোর সুরক্ষিত ও গোপন তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রে সরাসরি যুক্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Farewell

Nation grieves as Khaleda Zia departs, leaving a legacy of unbreakable spirit

9h ago