কলম্বিয়ায় ভূমিধসে মৃত ১৬

কলম্বিয়ার মেদেয়িন শহরে ভূমিধসে ১৬ জন মারা গেছেন। ছবি: এএফপি
কলম্বিয়ার মেদেয়িন শহরে ভূমিধসে ১৬ জন মারা গেছেন। ছবি: এএফপি

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার শহর মেদেয়িনের কাছে ভূমিধসের ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছেন।

আজ শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এখনো নিখোঁজ মানুষদের উদ্ধারের অভিযান চলছে। 

মঙ্গলবার কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরের পার্বত্য এলাকা বেইয়োর কাছে ভূমিধসের ঘটনা ঘটে।

ভারী বৃষ্টিপাতের কারণে পার্শ্ববর্তী ঝরনায় পানি উপচে পড়লে ভূমিধসের সূত্রপাত হয়।

স্থানীয় গভর্নর আন্দ্রেস হুলিয়ান রেন্দন সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে জানান, এই ঘটনায় ১৬ জন মারা গেছেন। নিখোঁজ আছেন আরও ৮ ব্যক্তি।

বেইয়োর মেয়র লরেনা গঞ্জালেজ জানান, ঘটনাস্থল এখনো 'স্থিতিশীল নয়'। যার ফলে 'বড় ঝুঁকি' নিয়ে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

কলম্বিয়ার ওই অঞ্চলে প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে ভূমিধসের সূত্রপাত হয়।

গত মাসে মেদেয়িনের অপর শহরতলী সাবানেতায় ভূমিধসের ঘটনায় অন্তত পাঁচ ব্যক্তি মারা গিয়েছিলেন।

উল্লেখ্য, আশির দশকে মাদক সম্রাট পাবলো এসকোবার এই শহরকে ঘিরেই তার কুখ্যাত মাদক পাচার সংগঠন 'মেদেয়িন কার্টেল' গড়ে তুলেছিলেন। রয়টার্সের প্রতিবেদন মতে, এই মাদক চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা কার্লোস লেহদারকে এ বছরের ২৯ মার্চ গ্রেপ্তার করে দেশটির কর্তৃপক্ষ।

 

Comments

The Daily Star  | English
charges against Sheikh Hasina at ICT

ICT case against Hasina: Verdict date could be set tomorrow

State-appointed defence counsel for the absconding accused concluded arguments today

1h ago