গ্লাস্টনবারি ফেস্টিভালে ফিলিস্তিনের পতাকা, ‘ডেথ টু আইডিএফ’ স্লোগান

ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত গ্লাস্টনবারি উৎসবে হাজার হাজার ভক্তের সামনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে পারফর্ম করেছে আইরিশ ভাষার র‍্যাপ গ্রুপ 'নিক্যাপ'। সেই সঙ্গে মঞ্চ থেকে 'ডেথ টু আইডিএফ' স্লোগান তুলেছেন যুক্তরাজ্যের আরেক জনপ্রিয় 'পাংক রক' ঘরানার শিল্পী বব ভাইলান।

শনিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আপত্তি উপেক্ষা করে গ্লাস্টনবারি উৎসবে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলেন 'নিক্যাপ'। অনুষ্ঠানের এক পর্যায়ে গ্রুপের সদস্য লিয়াম ও'হ্যানা ফিলিস্তিনের পক্ষে আন্দোলনকারী সংগঠন 'প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ'-এর প্রতি তাদের সমর্থনের কথা জানান।

অথচ মাত্র গত সপ্তাহেই ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সন্ত্রাসবাদ দমন আইনের অধীনে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিলেন।

ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী কিফায়া পরে মঞ্চে ওঠা ও'হ্যানা হাজারো দর্শকের সামনে বলেন, 'আপনাদের দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের নন, তিনি চাননি আমরা এখানে পারফর্ম করি। তাই কিয়ার স্টারমার দূর হোন।' এ সময় দর্শক সারিতে অনেকে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন।

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় চাপে থাকার ব্যাপারে ও'হ্যানা বলেন, 'এই পরিস্থিতি বেশ চাপের, কিন্তু ফিলিস্তিনি জনগণ যা সহ্য করছে, তার তুলনায় এটা কিছুই না।'

ছবি: রয়টার্স

ব্রিটিশ সন্ত্রাসবাদ আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে সমর্থনের অভিযোগে আসামি হয়েছেন লিয়াম ও'হ্যানা। গত বছরের নভেম্বরে লন্ডনের একটি কনসার্টে তিনি হিজবুল্লাহর পতাকা উড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যদিও ও'হ্যানার দাবি, মঞ্চে ছুড়ে দেওয়া একটি পতাকা তিনি তুলে নিয়েছিলেন এবং সেটি কিসের পতাকা, তা তিনি জানতেন না। এই মামলায় এখন জামিনে আছেন তিনি।

শনিবার প্রায় ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার মঞ্চে উঠে তিনি চিৎকার করে বলেন, 'গ্লাস্টনবারি, আমি একজন মুক্ত মানুষ!' এর আগে গত এপ্রিলে ক্যালিফোর্নিয়ায় একটি উৎসবে ইসরায়েলকে 'গণহত্যাকারী' এবং যুক্তরাষ্ট্রকে এর 'সহযোগী' হিসেবে অভিযুক্ত করেন তিনি।

গ্লাস্টনবারি উৎসবের অন্যতম সম্প্রচার সহযোগী বিবিসি হিপহপ ট্রায়ো নিক্যাপের পারফরম্যান্স সরাসরি দেখায়নি। তবে পরে অনলাইনে এটি প্রচার করা হবে বলে জানায়।

তবে ব্রিটিশ র‍্যাপ-পাঙ্ক জুটি বব ভাইলানের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিবিসি। বব ভাইলান মঞ্চ থেকে 'ফ্রি, ফ্রি প্যালেস্টাইন' এবং ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে 'ডেথ টু দ্য আইডিএফ' স্লোগান দেন। বিবিসি একে 'অত্যন্ত আপত্তিকর' বলে উল্লেখ করে জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে এটি দেখা যাবে না।

এই ঘটনায় ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী লিসা নন্দী বিবিসির মহাপরিচালক টিম ডেভির কাছে ব্যাখ্যা দাবি করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, নিক্যাপ এবং বব ভাইলান—উভয়ের পারফরম্যান্সের ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। ফৌজদারী অপরাধ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই বছরের গ্লাস্টনবারি উৎসবে ১২০টি মঞ্চে প্রায় চার হাজার শিল্পী পারফর্ম করছেন, যাদের মধ্যে নিল ইয়াং, চার্লি এক্সসিএক্স, রড স্টুয়ার্ট এবং অলিভিয়া রডরিগোর মতো বিশ্বখ্যাত তারকারাও রয়েছেন।

Comments

The Daily Star  | English
nahid-ctg

NCP attacked in Cox's Bazar for exposing the truth: Nahid

Hasnat says those who ruled Bangladesh in the past planned escape routes abroad

7m ago