ব্রিকস জোটের সদস্যদের ওপর বাড়তি ১০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এএফপি

ব্রিকস জোটের ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনসহ জোটের ১১ দেশের পণ্য আমদানিতে বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গতকাল রোববার ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লেখেন, 'যেসব দেশ ব্রিকস জোটের আমেরিকা-বিরোধী নীতিমালার সঙ্গে নিজেদের যুক্ত করবে, তাদের সবার ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম হবে না।'

পরবর্তীতে ট্রাম্প জানান, তিনি আজ অন্তত ১৫টি দেশের কাছে শুল্ক আরোপ বিষয়ে চিঠি পাঠাবেন। হুমকি দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে না পারলে দেশগুলোর পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা হবে।

তবে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ত জানান ১ আগস্টের আগে শুল্ক কার্যকর হবে না।

গতকাল থেকে ব্রাজিলের রিও দি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন।

বিশ্লেষকদের মতে, জি৭ ও জি২০ এর মতো মূলধারার অর্থনৈতিক জোটগুলো যুক্তরাষ্ট্রের 'আমেরিকা ফার্স্ট' (সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষা) কৌশলে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিশ্বের বিভিন্ন অংশে চলমান সহিংস সংঘাত ও বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে ব্রিকস জোট বহুপাক্ষিক কূটনীতিক স্বর্গ হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে জোটের সভাপতি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রিকসকে স্নায়ুযুদ্ধের আমলের 'নন অ্যালাইনড মুভমেন্ট (ন্যাম)' জোটের সঙ্গে তুলনা করে বলেন, 'ব্রিকস ন্যাম জোটের উত্তরসূরি। বহুপাক্ষিকতা হামলার মুখে থাকায় আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।'

ব্রিকস জোটের ১১ দেশের নেতারা হাত ধরাধরি করে ছবি তোলেন। ছবি: এএফপি
ব্রিকস জোটের ১১ দেশের নেতারা হাত ধরাধরি করে ছবি তোলেন। ছবি: এএফপি

রোববার বিকেলে দেওয়া যৌথ বিবৃতিতে জোটের সদস্য দেশগুলো হুঁশিয়ারি দেয়, শুল্ক বাড়ানোর উদ্যোগ বৈশ্বিক বাণিজ্যের প্রতি এক প্রছন্ন হুমকি। ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও মূলত 'ট্রাম্প-শুল্কের' সমালোচনাই উঠে এসেছে জোটের বক্তব্যে।

এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা পরেই আসে ট্রাম্পের ওই হুমকি।

তবে ট্রাম্প তার সামাজিক মাধ্যমের পোস্টে 'আমেরিকা-বিরোধী নীতিমালার' কোনো ব্যাখ্যা বা সংজ্ঞা দেননি।

৯ জুলাই'র আগেই বেশ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। তবে দেশটির

ওই সময়সীমার পর তথাকথিত 'প্রতিশোধমূলক শুল্ক' (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করবে যুক্তরাষ্ট্র।

ব্রিকস জোটের সদস্য দেশগুলো বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ ও ৪০ শতাংশ অর্থনৈতিক কার্যক্রমের প্রতিনিধিত্ব করে।

২০০৯ সালে প্রথম সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন প্রথম সম্মেলনে অংশ নেয়। পরবর্তীতে একে একে দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এই জোটে যোগ দেয়।

Comments

The Daily Star  | English
government action on illegal political gatherings

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

43m ago